তিনদিনের রিমান্ডে পি কে হালদারসহ চার সহযোগী
- আপডেট সময় : ০২:২০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া পি কে হালদার তিনদিনের রিমান্ড নেয়ার আদেশ দিয়েছে ভারতের বিশেষ আদালত। সঙ্গে তার চার সহযোগীর জন্য একই নির্দেশ দেয়া হয়। গতরাতে অনলাইনে আদালত বরাবর রিমান্ড আবেদন জানায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…. ইডি। এদিকে, ১৭ মে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে তাদের।
রিমান্ড আবেদনের শুনানিতে আজ পিকে হালদারসহ ৬ জনকে আদালতে তোলা হয়। শনিবার উত্তর চব্বিশ পরগনার একটি আদালতে তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। ২৫ ঘন্টা অভিযানের পর, শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সঙ্গে তার স্ত্রী, দুইভাই ও সহযোগী সহ আরো ৫ জন গ্রেফতার হন। ৩৭টি মামলা মাথায় নিয়ে পালিয়ে ছিলেন পিকে হালদার। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা লোপাট করেছেন তিনি। বেশিরভাগ অর্থই পাচার করেছেন কানাডা ও ভারতে। আলোচিত অর্থ পাচারকারি পিকে হালদারকে গ্রেফতার দুদকের বড় সফলতা বলে মনে করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে ভারতে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।