তিনশ’ আসনেই প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি
- আপডেট সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আগামী নির্বাচনে তিনশ’ আসনেই প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে তার দল। সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করছেন বলে জানান তিনি।
দুপুরে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর নেতাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জিএম কাদের আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতির সাথে সাথে রাজনৈতিক দলগুলোও হারিয়ে যাচ্ছে। ১২ মাসে ১৩ পার্বণে জনগণের অর্থে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা প্রদর্শন দেখতে বাধ্য হচ্ছে দেশের মানুষ। বিএনপিসহ কেউই রাজনীতির ময়দানে দাঁড়াতে পারছে না। এ অবস্থায় এখনো দেশবাসীর সামনে জাতীয় পার্টিই একমাত্র বিকল্প শক্তি। জনগণ জাতীয় পার্টিকে আবার রাষ্ট্র-ক্ষমতায় দেখতে চায়। দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জি এম কাদের।