তিস্তা বাংলাদেশের নদী, এ বিষয়ে যে প্রকল্প হবে তার সিদ্ধান্ত নেবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ১৭৭০ বার পড়া হয়েছে
তিস্তা বাংলাদেশের নদী, এ বিষয়ে যে প্রকল্প হবে তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। সেই সিদ্ধান্তের প্রতি চীন সম্মান জানাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। তিনি বলেন, তিস্তা নিয়ে ভারতের সাথে একযোগে কাজ করতে চায় চীন।
সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করসপনডেন্ট এসোসিয়েশন- আয়োজিত ডিক্যাব টকে রাষ্ট্রদূত আরো বলেন, ৮ থেকে ১১ জুলাই চীন সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ, কৃষি সহযোগিতা, শিক্ষা, ডিজিটাল ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা
হবে। বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। মিয়ানমারের যুদ্ধ থামাতে বিভিন্ন পক্ষের সাথে চীন আলোচনা চালিয়ে যাচ্ছে জানিয়ে ইয়াও ইয়েন বলেন, মিয়ানামারে গৃহযুদ্ধের বিরতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে।