তীব্র খরা আর অনাবৃষ্টিতে আমের ফলন বিপর্যয়ে
- আপডেট সময় : ০৩:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
তীব্র খরা আর অনাবৃষ্টিতে এবার আমের ফলন বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে নওগাঁয়। প্রতিদিন গাছ থেকে শুকিয়ে পড়ে যাচ্ছে আমের গুটি। চাষীরা বলছেন, এমন তাপপ্রবাহ অব্যাহত থাকলে আমের ফলন ঘাটতিতে বড় লোকসান গুনতে হবে চাষীদের। অন্যদিকে উৎপাদন কমায় বাজারে আমের দামও বেড়ে গেলে কমবে চাহিদা
বিপুল সবুজ প্রান্তরে চোখ-জুড়ানো আমের বাগান। উৎপাদনের পাশাপাশি লাভ বাড়ার কারণে গত ৫ বছরে নওগাঁয় আম বাগানের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।
চলতি মৌসুমে বৈশাখের শুরু থেকেই তীব্র খরা আর অনাবৃষ্টির কবলে পড়েছে উত্তরের বরেন্দ্র জনপদ। ফলে গাছ থেকে ঝরে যাচ্ছে আম। চাষীরা বলছেন, গেলো ১ সপ্তায় নষ্ট হয়েছে গাছের প্রায় ৩০ শতাংশ ফল। প্রতিদিন পানি সেচ দিয়েও কাজ হচ্ছে না। এ অবস্থায় বৃষ্টির কোনো বিকল্প নেই।
শুধু আম বা লিচু নয়, বিপাকে পড়েছে সবজি চাষীরাও। তীব্র খরায় নষ্ট হচ্ছে সবজি ক্ষেত। পানির অভাবে বেগুন, পোটল, লাউ, মিষ্টি কুমড়াসহ মরে যাচ্ছে সবজি গাছ।
কৃষি বিভাগ বলছে, অতিরিক্ত খরার কারণে শোষণ করার মতো প্রয়োজনীয় পানি পাচ্ছে না গাছগুলো। এক্ষেত্রে বাগানগুলোতে পর্যাপ্ত সেচের পরামর্শ দেয়া হচ্ছে চাষীদের মাঝে।
লতি মৌসুমে জেলায় আমের চাষ হয়েছে প্রায় ৩১ হাজার হেক্টর জমিতে। অন্যদিকে ৬ হাজার হেক্টর জমিতে করা হয়েছে সবজির চাষ।