তীব্র গরমে নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত শিশু ও বৃদ্ধরা
- আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
তীব্র গরমে বাড়ছে নানা ধরনের রোগ-বালাই। বিশেষ করে পানিবাহিত জীবাণুর সংক্রমণে পেটের পীড়া, ডায়রিয়া, সর্দি-কাশি, জন্ডিস, পানিশুন্যতাসহ টাইফয়েড-হেপাটাইটিসের মতো রোগ-ব্যাধিতে বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চলতি গ্রীষ্ম মৌসুমে পরিবেশে আর্দ্রতা বেশী থাকায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং বংশবৃদ্ধি ঘটে। তাই সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পানের পাশাপাশি বাইরের খাবার না খেতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
নগরজীবনে অসহনীয় গরমের প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রায়। দ্রুত অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। যে কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর ভীড়।
বিশুদ্ধ পানির অভাবে পেটের পীড়া, ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশি, জন্ডিস, পানিশুন্যতায় বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। রোদের তীব্রতায় অত্যধিক ঘামে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ।
বৃদ্ধ ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এমন গরমে ঘরে ভেন্টিলেশন এবং বাতাস যাতায়াতের ভালো ব্যবস্থা দরকার বলে জানান চিকিৎসকরা।
এ সময় পরিবেশে আর্দ্রতা বাড়ায় সংক্রামক রোগ দ্রুত ছড়ায় বলে জানান চিকিৎসকরা। তাই সচেতন হয়ে এসব রোগব্যাধি থেকে দূরে থাকতে প্রতিরোধের বিকল্প নেই।
ডেঙ্গু ও করোনার আক্রমণ আপাতত কম থাকলেও বৃষ্টির মৌসুমে সংক্রমণ বাড়ার আশংকার কথাও জানান তারা।