তীব্র গরমে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা
- আপডেট সময় : ০৪:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশপথ মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আজও ঘরমুখো মানুষের ঢল। সরকারি ছুটির তৃতীয় দিন ভোর থেকে এই ঘাটে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে থাকে।
সকালে ঘাটে পারাপারের অপেক্ষায় দেখা যায় চার শতাধিক যানবাহন। ফেরি ঘাটে ফিরলেই হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। এ ছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তীব্র গরমে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এতে বাড়ছে বিড়ম্বনা ও দুর্ভোগ। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক মো. ফয়সাল জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে দশটি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।
সকাল থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস ও যাত্রীর চাপ দেখা গেছে। ৩ শতাধিক যাত্রীবাহী বাস,৪ শতাধিক ছোট গাড়িসহ দুই ট্রাক টার্মিনালে আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় রয়েছে।