তীব্র ঘূর্ণিঝড় ‘রেমাল’ স্থল ও গভীর নিম্নচাপে পরিণত
- আপডেট সময় : ০২:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ১৭১২ বার পড়া হয়েছে
তীব্র ঘূর্ণিঝড় ‘রেমাল’ স্থল ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তীব্রতা আর বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। নিম্নচাপের প্রভাবে আজ সারা দেশেই বৃষ্টি হবে। বিকেল ৩ টা নাগাদ ঢাকা অতিক্রমের সময় বৃষ্টি ও বাতাস আরো বাড়বে। বৃষ্টি থামতে আরো ২৪ ঘন্টা সময় লাগবে।
আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় রিমাল মূলত সারারাত তাণ্ডব চালায়। মূল কেন্দ্র বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করেছে। পটুয়াখালী-খেপুপাড়ায় আঘাত হেনেছে ১১১ কিলোমিটার গতিতে। তিনি যখন ব্রিফিং করছিলেন তখন ঘূণিঝড় রেমালের অবস্থান ছিলো যশোরে। নিম্নচাপটি আরও উত্তর দিকে এগিয়ে ধীরে ধীরে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মোংলা ও পায়রা সমুদ্র, চট্টগ্রাম ও কক্সবাজার সমুন্দ্রবন্দরকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রামে সবচে বেশি বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার। ভারতের সাগর আইল্যান্ড ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ায় বেশি ক্ষয়ক্ষতি করেছে তীব্র গতির ঘূর্ণিঝড় রেমাল। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ৮ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।