তীব্র শীত ও ঘন কুয়াশায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সারাদেশে তীব্র শীত ও ঘন কুয়াশায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।
তীব্র শীতে সাতক্ষীরায় মানুষের দুর্ভোগ বেড়েছে। সকালে তাপমাত্রা রেকর্ড করা
হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় শিশুরা কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
দিনাজপুরে আজ সবর্নিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
শীতজণিত অসুখে নড়াইল সদর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। শ্বাসকস্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজণিত রোগে প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে।
মানিকগঞ্জে ঘন কুয়াশা ও শীত অব্যাহত রয়েছে। সন্ধ্যা নামলেই ঘন কুয়াশায় যানবাহণ চলাচলে দেখা দেয় স্থবিরতা। কুয়াশার সাখে গুড়ি গুড়ি বৃষ্টির মত ফোটা পড়ছে। অচল হয়ে পড়েছে জনজীবন।