তীব্র শীতে মৌলভীবাজারে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু
- আপডেট সময় : ১১:০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৬ বার পড়া হয়েছে
তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরো বাড়বে ও সেই সঙ্গে ঘনকুয়াশাও বাড়তে পারে।
সারাদেশের মতো মৌলভীবাজারেও জেকে বসেছে তীব্র শীত। গেলো ৩-৪ দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রীতে উঠানামা করছে। কনকনে বাতাসে শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন। এরিমধ্যে ডায়রিয়া, নিমোনিয়া, শাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে জেলার কমলগঞ্জে নারীসহ ৫ জন মারা গেছে বলে জানান কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে, শিশুদের সব সময় গরম কাপড়ে জড়িয়ে রাখার পরামর্শ সিভিল সার্জনের। মৌলভীবাজার জেলার দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, এরই মধ্যে জেলার সাত উপজেলায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডার থেকে পাওয়া ৪১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।