তীব্র শীতে জবুথবু উত্তরের জেলা গাইবান্ধা
- আপডেট সময় : ০২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ১৫৮০ বার পড়া হয়েছে
তীব্র শীতে জবুথবু উত্তরের জেলা গাইবান্ধা। এতে নিম্নআয়ের মানুষের পাশাপাশি বেশী বিপাকে পড়েছে জেলার ২১ হাজার জেলে পরিবার। এ বছর নদীতে পানি কমে যাওয়ায় মিলছেনা মাছ, ফলে বাপ-দাদার পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। অর্থের অভাবে মানবেতর দিন কাটছে কারো কারো।
গাইবান্ধা জেলা থেকে প্রায় কয়েক কিলোমিটারের পথ বালাসীঘাট। এক সময় এই ঘাটে শত শত জেলেরা দিন রাত ঝাঁকে ঝাঁকে মাছ ধরতো। কিন্তু সাম্প্রতিক সময়ে নদীতে পানি কমে যাওয়ায় মাছ পাচ্ছেনা জেলেরা। প্রচন্ড শীতে উপেক্ষা করে জাল টেনে যে মাছ পাওয়া যাচ্ছে, তা দিয়ে খরচের টাকাই উঠছে না।
বালাসিঘাটসহ জেলার বিভিন্ন এলাকায় ৩০ হাজার জেলে রয়েছে। কিন্তু কার্ড ভুক্ত জেলের সংখ্যা ২১ হাজার। এমন দুর্দিনে অনেকে পেশা পরিবর্তন করছে। অনেক আবার বাপ-দাদার এই পেশা ছাড়তে পারেনি।
কর্মহীন হয়ে পড়া জেলেদের সবরকম সহযোগিতা দেয়ার কথা জানান, মৎস বিভাগের এই কর্মকর্তা।
তবে জেলা প্রশাসক জানান, জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
অসহায় জেলেদের তালিকা করে ব্যবস্থা নেবে কৃর্তপক্ষ এমনটাই প্রত্যাশা সবার।