তীব্র শীতে রাজধানীসহ সারাদেশে বিপর্যস্থ জনজীবন
- আপডেট সময় : ০২:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় অব্যাহত শৈত্যপ্রবাহ। কুয়াশার ঘনত্বে বিপর্যস্ত জনজীবন। প্রতিদিন বাড়ছে শীতের প্রকোপ। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন সাধারণ মানুষ।
শীতের তীব্রতায় জবুথবু পঞ্চগড়ের জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাজে যেতে না পারায় অর্থ আর খাদ্য সংকটে পড়েছেন তারা। তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আজ।
কয়েকদিনের শৈত্য প্রবাহে বিপর্যস্ত দিনাজপুরের জীবনযাত্রা। কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের। স্থানীয় আবহাওয়া কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ।
ঠান্ডা বাতাসে ব্যাহত মাদারীপুরের জনজীবন। কাজ করতে না পেরে বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। মাদারীপুর জেলা হাসপাতাল কর্মকর্তা ডা. শাওলীন আফরোজা বলেন, ব্যাপক ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের রোগমুক্ত থাকতে স্বজনদের সতর্ক হতে হবে।
মেহেরপুরেও জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েকগুণ। তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শীতের কারণে ক্ষেতে কাজ করা যাচ্ছেনা বলে জানান চাষীরা। এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলিসিয়াস।