তীব্র স্রোতের কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত
- আপডেট সময় : ০৩:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পদ্মা নদীতে পানি কমলেও তীব্র স্রোতের কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত।ফলে কাঁঠালবাড়ী ঘাটে শতশত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে রাতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এদিকে রাতে এ নৌরুট বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনগুলোকে বিকল্প নৌরুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, জুলাই মাস থেকেই তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৪টি রো-রোসহ মোট ১৮টি ফেরি থাকলেও তীব্র স্রোত ও নব্যতা সংকটের কারনে ৮/৯ ফেরি চলাচল করছে। কোনমতে এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারা-পার করছে।
এদিকে, পদ্মায় প্রচন্ড স্রোতের কারণে দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রবেশ দ্বার শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুটের ৫টি ঠেলা ফেরীই গেলো প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে। পন্যবাহী ট্রাক,কভ্যাটভ্যান ও যাত্রীবাহীবাসসহ প্রায় ৫ শতাধীক যানবাহন ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় প্রহর গুনছে। বিআইডব্লিউটিসির ম্যানেজার সাফায়েত আহম্মেদ জানান নদীতে স্রোতের মাত্রা কমে যাওয়ায় দু একদিনের মধ্যেই ঠেলা ফেরী চালানো সম্ভব হবে।বহরের নিয়মিত ১৬টি ফেরীর মধ্যে ৩টি রোরো, ৪ টি কেটাইপ ও ২টি ছোটসহ মোট ৯ টি ফেরী চলাচল করছে এ নৌ-রুটে।