তুচ্ছ ঘটনায় খুন, ভাংচুর আর লুটপাটের অভয়ারণ্য মাগুরার শ্রীপুর ,অসহায় সাধারণ মানুষ
- আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনায় খুন, ভাংচুর আর লুটপাটে অসহায় হয়ে পড়েছে মাগুরার শ্রীপুরের সাধারণ মানুষ। করোনাকালেও এ এলাকায় অন্তত দশটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত পাঁচ অক্টোবর সংঘর্ষে এক ব্যক্তি খুন ও অন্তত ২০জন আহত হয়। গত ১০ বছরে কমপক্ষে পাঁচটি খুন ও অসংখ্য বিবাদের সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার না হওয়ায় এ অবস্থা চলছে বলে জানিয়েছে, স্থানীয়রা।
এ যেন যুদ্ধ বিদ্ধস্ত পরিত্যক্ত জনপদ। মাগুরার শ্রীপুরের দরিবিলা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে গত পাঁচ অক্টোবর মশিয়ার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়।এরপর, আশপাশের অন্তত চারটি গ্রামে হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করে প্রতিপক্ষ। হামলা-মামলার ভয়ে গ্রামগুলি পুরুষশূন্য হয়ে পড়ায় নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার তিন দিন পরও নিহতের পরিবারে শোকের মাতম কমেনি। এজন্য আগে ঘটে যাওয়া হামলা ভাংচুরের বিচার না হওয়াকেই দায়ী করছে, তারা। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, তারা।
স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক বিভেদ নিয়ে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ ও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহর সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে বলে জানা যায়।সামান্য ঘটনা নিয়ে গত ১০ বছরে সংঘর্ষে জড়িয়ে অন্তত পাঁচ জন নিহত, অসংখ্য আহত, কয়েক হাজার বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানান, স্থানীয়রা।