তুচ্ছ ঘটনায় মাদারীপুরের রাজৈরে কিশোরদের মধ্যে সংঘর্ষ : ওসিসহ আহত ৭
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে কিশোরদের মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওসিসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলার মজুমদারকান্দি ও পশ্চিম রাজৈরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এতে ওসিসহ ৭ জন আহত এবং বেশ কয়েকটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। পরে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান বন্ধের ঘোষণা দিয়ে রাতেই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। পরে, আজ সকালে বাজার বণিক সমিতির সভাপতি শামিম নেওয়াজ মুন্সী ও ওসি শেখ সাদির বিচারের আশ্বাসে ব্যবসায়ীরা দোকান খোলে।