তুমুল প্রতিরোধে ইউক্রেনের খুব বেশি শহর দখল করতে পারেনি রাশিয়া
- আপডেট সময় : ০৯:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর এক মাস পূর্তি হলেও তুমুল প্রতিরোধে ইউক্রেনের খুব বেশি শহর দখল করতে পারেনি রুশ বাহিনী। কেবল খেরাসন শহরের পতন হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ মারিউপোল ও খারকিভ দখলে রুশসেনারা এখনো গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
পশ্চিমাদের হুঁশিয়ারি, জাতিসংঘে নিন্দা প্রস্তাব, একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা কোনো কিছুই দমাতে পারেনি ইউক্রেনে রাশিয়ার হামলা। মাত্র এক মাসেই ঘরছাড়া হয়েছেন প্রায় কোটি মানুষ। প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন ৩৬ লাখের বেশি ইউক্রেন নাগরিক।
ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক এলাকা। ধ্বংস করা হয়েছে স্কুল, হাসপাতালসহ আবাসিক ভবন। তবে এখন পর্যন্ত রুশ সৈন্যরা ইউক্রেনে বড় কোনো শহর দখল করতে পারেনি। একমাত্র খেরসন শহরের পতন হয়েছে। রুশবাহিনী তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে মারিউপোল ও খারকিভ শহর দখলে।মারিউপোলে অব্যাহত রয়েছে গোলাবর্ষণ। রাশিয়ার আক্রমণে এই বন্দর-শহরটি ইতোমধ্যে মিশে গেছে মাটির সঙ্গে।
ইউক্রেন সেনারা কোথাও কোথাও রুশ বাহিনীর ওপর পাল্টা হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভের কিছু এলাকা পুণরায় নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে তারা ।কিয়েভের মাকারিভ শহরের বাসিন্দারা জানায়, ওই শহরে তারা আবারও ইউক্রেনের পতাকা উড়াতে সক্ষম হয়েছে।
ইউক্রেনের তথ্যানুযায়ী, এ পর্যন্ত যুদ্বে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩শ’ ইউক্রেন এবং ১৫ হাজার ৬শ’ রুশ যোদ্বা । অন্যদিকে রাশিয়ার বলছে, এক মাসে নিহত হয়েছে ৫শ’ রুশ এবং ২ হাজার ৫শ’ ইউক্রেন সেনা।
এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সৈন্যরা এখন উত্তর থেকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। ঘিরে ফেলার চেষ্টা করছে ইউক্রেনের পূর্বাঞ্চল বাহিনীকে। তারা জানায়, বড় আকারের আক্রমণাত্মক অভিযান শুরুর আগে রুশবাহিনী সম্ভবত পুনর্গঠিত হচ্ছে।
যুদ্ধের জের শুধু ইউক্রেনে নয়, প্রভাব পড়েছে সারাবিশ্বেই। অস্থির হয়ে আছে জ্বালানি তেল, গ্যাস, গম, ভুট্টাসহ সব রকম খাদ্যপণ্যের বাজার।