তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজারের কাছাকাছি
- আপডেট সময় : ১২:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজারের কাছাকাছি। চলছে উদ্ধার অভিযান। প্রাণহানি ৮ গুণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। দুই দেশের ধ্বংসস্তুপের মাঝে এখনও চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। কেবল তুরস্কেই উদ্ধার হয়েছে প্রায় ২৪শ’ মরদেহ। ১০ প্রদেশে আহত সাড়ে ১৪ হাজার। আর সিরিয়ায় এ পর্যন্ত প্রায় ১৫শ মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত প্রায় আড়াই হাজার মানুষ।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, তুরস্কের প্রায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ও অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছেন।
ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় তীব্র ঠান্ডায় বহু মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। অন্তত ৫ হাজার ৬০৬টি ভবন ধ্বংস হয়েছে তুরস্কে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে এসে উদ্ধারকাজে অংশ নিয়েছে।
৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তুরস্ক সরকার।
ভূমিকম্পে দেশটির আজাজ শহরে নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে নুর একজনকে উদ্ধার করা হয়েছে। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম জানান, এক বাংলাদেশিকে উদ্ধার করা গেলেও মো. রিংকু নামের আরেক বাংলাদেশি শিক্ষার্থী এখনও নিখোঁজ।