তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার রাতে ফোনে কথা হয় দুই নেতার।
এ সময় ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, প্রায় ঘণ্টাখানেক ধরে কথা হয়েছে দুই নেতার। ফোনালাপে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের জন্য তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান এরদোয়ান।