তৃতীয় টার্মিনালের একাংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ক, নৌ, রেল ও আকাশ পথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, আগামীতে আন্তর্জাতিক এভিয়েশন হাব হবে বাংলাদেশ। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের একাংশের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এক জেলা থেকে অন্য জেলায় আকাশ পথের সংযোগ স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে, আওয়ামী লীগ সরকারই দেশের বিমানবন্দরের আধুনিকায়ন শুরু করেছে বলে জানান শেখ হাসিনা।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের একাংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে বিমানবন্দর এলাকায় পৌছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর দেশের গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে তাকে স্বাগত জানানো হয়।
পুরো তৃতীয় টার্মিনাল পরিদর্শন এবং চেকিং পয়েন্ট, ইমিগ্রেশন কাউন্টার, প্রি-বোর্ডিং সিকিউরিটি জোন, বোর্ডিং ব্রিজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী/ এছাড়া তৃতীয় টার্মিনাল নির্মাণযজ্ঞের স্থির চিত্রও পরিদর্শন করেন তিনি।
উদ্বোধনী উপলক্ষে আয়োজিত আলোচনা যোগ দেন শেখ হাসিনা। বলেন, ২৯ বছর যারা ক্ষতমতায় ছিল, তারা দেশের মানুষকে কিছু দিয়ে যেতে পারেনি। আকাশ পথে যোগাযোগ ব্যবস্থায় বিমানকে মূল বাহন উল্লেখ করে এ ব্যবস্থার উন্নয়নের প্রতি গুরুত্ব দেয়ার কথা জানান তিনি।
সরকার প্রধান বলেন, বিমান বন্দর আরও আধুনিকায়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বাঙ্গালী কোনো দেশের থেকে পিছিয়ে থাকবে না উল্লেখ করে, ভবিষ্যতে চাঁদে যাবার প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।