তৃতীয় দিনের মতো চলছে গণপরিবহন ধর্মঘট : মানুষের সীমাহীন দুর্ভোগ
- আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সারাদেশে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা এই কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশ। চরম ভোগান্তিতে পড়েছে কর্মজীবীসহ সাধারণ মানুষ।
চট্টগ্রাম মেট্রোপলিটনে স্বল্প পরিসরে গণ পরিবহন চললেও পণ্য পরিবহন বন্ধ আছে। তিনদিনে অন্তত ১০ হাজার কন্টেইনারের জট লেগেছে বন্দরে। দেশব্যাপী গণ ও পণ্য পরিবহণ ধর্মঘটের তৃতীয় দিনের চিত্র এমন।
ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটার পর্যটকসহ এই রুট দিয়ে চলাচলকারী প্রায় দুই লাখ যাত্রী। ঝুঁকি নিয়ে গন্তব্যে ফিরছেন মোটরসাইকেল, অটো, টমটম ও ভটভটিসহ তিন চাকার বাহনে। কক্সবাজারে বেড়াতে গিয়ে আটকে আছেন অনেক পর্যটন। শনিবার বিশেষ ব্যবস্থায় কয়েকহাজার যাত্রীকে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
খুলনায় অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক চলছে। চুয়াডাঙ্গার সাথে ঢাকা-খুলনা- বরিশাল-চট্রগ্রাম ও সিলেটের সাথে যাত্রীবাহি বাস, ট্রাকসহ সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড, পাটগুদাম ও টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে কোন ধরনের গাড়ি গন্তব্যে ছেড়ে যায়নি। বগুড়ায় চলছে না কোন পরিবহন। অতিরিক্ত ভাড়া নিয়ে শহরের ঠনঠনিয়া ও বনানী থেকে কার ও মাইক্রোবাস চলাচল করছে। ধর্মঘটের কারণে নড়াইল থেকে সব রুটে বন্ধ যান চলাচল।
ধর্মঘটের কারণে নড়াইল-ঢাকা, নড়াইল-যশোর, মেহেরপুর, নড়াইল-খুলনা, নড়াইল-মাগুরাসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ।
বেনাপোল বন্দর ও আন্তর্জাতিক চেকপোষ্টে পড়েছে এর প্রভাব। তবে আমদানি রফতানি বানিজ্য সচল রয়েছে। ধর্মঘাটের ৩য় দিনে বেনাপোল ছেড়ে ঢাকা বা দেশের অন্য কোথাও যাচ্ছে না দুরপাল্লার পরিবহন। আটকে আছেন যাত্রীরা।