তের জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৫৩ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৩:১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, পঞ্চগড়, নরসিংদী, গাজীপুরসহ ১৩ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ১৭৯ জনের। সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি।
পঞ্চগড়ে ৩ বছরের এক শিশুসহ ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৪ জনে। এর মধ্যে ২ জনের মৃত্যু হলেও সুস্থ হয়েছেন ৬৬ জন।
নরসিংদীতে নতুন করে আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৩ জন, শিবপুরে ৫ জন, পলাশে ২ জন, মনোহরদীতে ৬ জন, বেলাবোতে ১ জন ও রায়পুরাতে ৩ জন।
গাজীপুরে ২৪ ঘন্টায় আরো ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৭ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনা রোগী পাওয়া গেছে ২ হাজার ৩৬২ জন।
গোপালগঞ্জে নতুন করে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৯ জন, সদর উপজেলায় ৫ জন, কোটালীপাড়ায় ৪ জন, কাশিয়ানীতে ৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় একজন রয়েছে।
বরগুনায় নতুন করে ২ সরকারি কর্মকর্তা ও ১ জন পুলিশসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বেতাগী পৌরসভার প্রকৌশলী, বামনা উপজেলার বন কর্মকর্তা, বরগুনা পুলিশ লাইনের এক কনস্টেবল, পাথরঘাটা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের মা এবং তালতলী উপজেলা কড়ইবাডিয়া এলাকার ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
দিনাজপুরে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৪৪১ জন।
ঝিনাইদহে আরও ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯ জন।
ঝালকাঠিতে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ নিয়ে জেলায় মোট ১০১ জন আক্রান্ত হলেন।
যশোরে ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জনে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে ১৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭০জন। আর সুস্থ হয়েছেন ১শ’ ৪ জন।
মৌলভীবাজারে আরও ২৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে পুলিশ ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। নতুন আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার হাসপাতালে ৫ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ১৩ জন, বড়লেখায় ২ জন ও কমলগঞ্জে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনায় পুলিশের এক ওসিসহ একদিনে ৪৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। শনাক্তদের ৩১ জনই মহানগরীর, বাকীরা বিভিন্ন উপজেলার।