তের বছরে বহু ভাবে সমৃদ্ধ হয়েছে দেশের রপ্তানী খাত : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৈরি পোশাক শিল্প উন্নয়নে ব্যবসায়ীদের জন্য সরকারের দেয়া সুবিধার সুফল পাচ্ছে দেশের অর্থনীতি। করোনা, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যেও সরকারি প্রণোদনা দেশের রপ্তানী খাতকে শক্তভাবে মোকাবিলা করেছে।
বিজিএমইএ আয়োজিত ‘মেইড ইন বাংলাদেশ ইউক’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানী বাজার বহু গুণে বিস্তৃত। আওয়ামী লীগ সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৩ বছরে বদলে গেছে বাংলাদেশ।
সমৃদ্ধ হয়েছে রপ্তানী খাত। বাংলাদেশে বিনোয়োগের বিভিন্ন সুযোগ রয়েছে জানিয়ে বিদেশী ব্যবসায়ীদের সেই সুবিধা গ্রহণের আহবান জানান শেখ হাসিনা।
পোশাক রপ্তানিতে সফলতার প্রবৃদ্ধির ওপর ভর করে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি আয় ৪ হাজার কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানীকারকদের সংগঠন বিজিএমইএ–১০ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বিশ্ব অর্থীনীতির টালমাটাল অবস্থার মধ্যেই এমন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে অর্থনীতির অন্যতম খাত পোশাক শিল্প। বিশ্ববাসীর সামনে দেশের বদলে যাওয়া পোশাক খাতের সামর্থ্য তুলে ধরতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় পোশাক খাতে অসামান্য অবদান রাখা বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের ইশতেহার অনুযায়ী গত ১৩ বছরে দেশের রপ্তানী খাত বহুগুণে সমৃদ্ধ হয়েছে।
করোনা মহামারি, রাশিয়ার-ইউক্রেন যুদ্ধের মধ্যেও সরকারি প্রণোদনা দেশের রপ্তানী খাতকে শক্তভাবে মোকাবিলা করেছে।
২০৩০ সালের লক্ষ্য অর্জনে রপ্তানি খাত এগিয়ে নেয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন সরকার প্রধান।
দক্ষ এবং অভিজ্ঞ শ্রমিক তৈরি, পোশাকের মান বজায় রাখা এবং শ্রমিক কল্যাণেও গুরুত্ব দেয়ার নির্দেশ দেন শেখ হাসিনা।
বিনিয়োগের জন্য বাংলাদেশ অন্যতম, উল্লেখ করে বিদেশী ব্যবসায়ীদের এই সুবিধা গ্রহণের আহবান জানান প্রধানমন্ত্রী।
মেইড ইন বাংলাদেশ উইকের মাধ্যমে দেশের রপ্তানী খাত আরও সম্প্রসারিত হবে জানিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।