থমথমে অবস্থা নাইক্ষ্যাংছড়ির তুমব্রু ও ঘুমধুম সীমান্তে
- আপডেট সময় : ০১:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
থমথমে অবস্থা বিরাজ করছে বান্দরবানের নাইক্ষ্যছড়ির তুমব্রু ও ঘুমধুম সীমান্তে। মিয়ানমারে গোলাগুলির ঘটনায় বেশ কয়কদিন ধরেই বাংলাদেশ সীমান্তে বেড়েছে উত্তেজনা।
বিধিনিষেধ আরোপ করা হয়েছে চলাচলে। বাইরে থেকে কাউকেই তমব্রু-ঘুমধুম সীমান্তে প্রবেশে অনুমতি দেয়া হচ্ছে না। জোরদার করা হয়েছে বিজিবি টহল। মিয়ানমারের মর্টার শেলে এক রোহিঙ্গা নিহত ও স্থল মাইন বিস্ফোরণের পর এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন অনেকে। শুক্রবার নাইক্ষ্যংছড়িতে মর্টারশেলের আঘাতে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু ও ৫ জন আহত হয়। আহতদের অবস্থাও গুরুতর। তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমবার ২৮ আগস্ট মিয়ানমারের গোলাবারুদ এসে আঘাত হানে বাংলাদেশ সীমান্তে।
মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে আবারও তলব করে সীমান্তের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই ঘটনায় চতুর্থবারের মতো পররাষ্ট্রমন্ত্রণালয়ে গেলেন এই প্রতিনিধি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কূটনীতিককে তলব করে ব্যাখ্যা দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক নাজমুল হুদা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে হামলার ঘটনার পরেও ধৈর্য ধরে সংযত আচরণ করছে বাংলাদেশ।
শান্তিপূর্ণভাবে কূটনৈতিক সমাধানে সরকার আগ্রহী বলেও জানান তিনি। শনিবার যুক্তরাজ্যের বিরোধী দলীয় ও লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমারের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ বিশ্বনেতাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বৈঠকে লেবার পার্টির প্রধান স্যার কেয়ার স্টারমার বলেন, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক চমৎকার। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের মাধ্যমে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।