দক্ষ খেলোয়াড় তৈরীতে প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬১৬ বার পড়া হয়েছে
দক্ষ খেলোয়াড় তৈরীতে প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়া খাতে নিজ পরিবারের সংশ্লিষ্টতার কথা তুলে ধরে তিনি বলেন, ক্রীড়া, সংস্কৃতি ও শরীর চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের সু-স্বাস্থ্যের অধিকারী এবং উদার মনের মানুষ হিসেবে গড় তোলা সম্ভব। জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রাজশাহীতে ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে গণবভন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে ৮২৪ জন খেলোয়াড়কে চূড়ান্ত পর্বে উঠে আসায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে ছেলে-মেয়েরা সুস্থ নাগরিক হয়ে দেশের জন্য অবদান রাখতে পারে।তাই দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। দক্ষ খেলোয়াড় তৈরীতে নিয়মিত প্রশিক্ষণের তাগিদও দেন প্রধানমন্ত্রী।
শুধু তাই নয়, দেশীয় বিভিন্ন খেলা আরও আকর্ষণীয় করে তুলতে সকলের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
ক্রীড়া চর্চা আরও এগিয়ে নিতে আট বিভাগে আটটি বিকেএসপি করার কথা জানান প্রধানমন্ত্রী।
বক্তব্য শেষে, ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধন করেন শেখ হাসিনা।