আজ ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। চার বছর পর দুই শীর্ষ নেতার মধ্যে হতে যাওয়া বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সামনে এগিয়ে নেয়ার পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জোর দেয়া হবে।
কূটনৈতিক মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমাদের অব্যাহত চাপের মধ্যে হাসিনা-জিনপিংয়ের এ বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। চীনের প্রেসিডেন্ট ছাড়াও এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে শেখ হাসিনার। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের দূতদের সঙ্গে বৈঠক করে বার্তা দেবেন শেখ হাসিনা। ব্রিকস সম্মেলনে যোগ দিতে গতকাল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।