দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষেই ঢাকায় ফিরছেন সাকিব
- আপডেট সময় : ০৯:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
নিজেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষেই ঢাকায় ফিরছেন তিনি। নিশ্চিত করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে সাকিবের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্তহীনতায় বিসিবি।
এর আগে, বিসিবি থেকে জানানো হয় অসুস্থ মা ও সন্তানদের পাশে থাকতে রোববার রাতে দেশে ফিরছেন সাকিব। সেই সিদ্ধান্তের কিছুক্ষণ পর সাকিবের না ফেরার বিষয়টি জানান খালেদ মাহমুদ সুজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের সুযোগ আর দলের কথা চিন্তা করেই সাকিবের এমন সিদ্ধান্ত বলে জানান টিম ডিরেক্টর। জানা গেছে, সাকিবের ছেলে ও মেজো মেয়ে নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান ঠান্ডা জ্বরে ভুগছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের মা ও শাশুড়িও অসুস্থ। চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।