দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৯:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বিনিয়োগের বড় সুযোগ তৈরী করছে বাংলাদেশ। তাই সে দেশের ব্যবসায়ীদের বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোহানেসবার্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে তিনি এ আহবান জানান। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়া প্রয়োজন জানিয়ে, প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আফ্রিকানদের নিয়ে দেশে যৌথ বিনিয়োগের আহ্বান জানান।
দেশে বিনিযোগ আকৃষ্ট করতে দক্ষিণ আফ্রিকায় সপ্তম বিনিয়োগ মেলার আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এতে যোগ দেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, মন্ত্রীসহ বিশিষ্টজনেরা। ভার্চুয়ালী আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়ী সম্প্রদায় ও বিনিয়োগকারীদের বাংলাদেশের আইসিটি ও অবকাঠামো, ট্যুরিজম, ভারী ও হালকা শিল্পে বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী। বলেন, সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সরকার।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রকা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবেন ব্যবসায়ীরা।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার বিনিয়োগের পরিবেশ রয়েছে বাংলাদেশে জানিয়ে, প্রবাসী বাংলাদেশীদেরও বিনিয়োগের আহবান জানান শেখ হাসিনা।