দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এগিয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের কাছাকাছি
- আপডেট সময় : ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার মধ্য দিয়ে খুলে যাচ্ছে নতুন দিগন্ত। সময় যতো ঘনিয়ে আসছে, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ততই এগিয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের কাছাকাছি।
পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সঙ্গে যশোর সহ ২১ জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এমন প্রত্যাশা সবার। গুরুত্ব বাড়বে স্থলবন্দর বেনাপোলের। স্থলবন্দরটিতে ব্যবহারকারীর সংখ্যা বাড়বে, তাতে আমদানি-রপ্তানিও অনেকাংশে বৃদ্ধি পাবে। সেই সুবাদে বাড়বে সরকারের রাজস্ব আয়। একই সঙ্গে বাড়বে এছাড়া পচনশীল দ্রব্য যেমন, কাঁচা শাকসবজি, রেণুপোনা, কেমিকেল দ্রুত সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো সম্ভব হবে।
পদ্মা সেতুর ফলে মোংলা, ভোমরা, বেনাপোল বন্দরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
শুধু বাণিজ্য নয়, এই সেতুর ফলে মানুষের জীবনযাত্রায় আসবে পরিবর্তন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যুগান্তকারী উন্নয়ন হবে। যশোর থেকে ঢাকা যেতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘণ্টা।
এতোদিন প্রমত্ত পদ্মা পাড়ি দিতে হতো ফেরিতে। উপায় ছিলো না যানজট এড়াতে। আর্থিক ক্ষতির ভয়ে অনেক আমদানিকারক পণ্য খালাস নিতে আগ্রহী ছিলেন না। এখন পণ্যজট কমাতে ইতোমধ্যে কিছু জায়গা অধিগ্রহণ করা হয়েছে।
পদ্মা সেতুর কারণে সরকারের রাজস্ব আয় বাড়বে অন্তত ১০ হাজার কোটি টাকা।