দক্ষিণাঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাট এখন সরগরম
- আপডেট সময় : ০১:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৮২৫ বার পড়া হয়েছে
দক্ষিণাঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাট এখন সরগরম। ক্রেতা-বিক্রেতা ও পাইকারদের আসা-যাওয়ায় ব্যস্ত মাছঘাট। কর্ম ব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দাম কমছে না বলে দাবী মৎস্য বণিক সমিতি নেতাদের।
বরাবরের মতো এবারো পদ্মা মেঘনায় মিলছে না ইলিশের দেখা। সাগরের ইলিশে মেটাতে হচ্ছে ইলিশের চাহিদা। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা দৈনিক এক হাজার থেকে তিন হাজার টন ইলিশ আনা হচ্ছে বড় স্টেশন ঘাটে। মাছঘাটের ৮০ ভাগ ইলিশ দক্ষিণ অঞ্চল ও সাগর মোহনা থেকে ধরা। তবে দাম না কমায় মাছ ঘাটে এসে হতাশ ক্রেতারা।
সবচেয়ে ছোট ইলিশের মণ ১৯ থেকে ২০ হাজার টাকা। আর দুই কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মণ প্রতি ৯০ হাজার থেকে এক লাখ টাকায়, জানালেন মাছঘাটের বিক্রেতারা।
মাছের পরিমাণ বেশি হলে দাম একশ-দেড়শ টাকা কমে। ভরা মৌসুমে মাছের সাইজ ছোট হওয়ায় শীতেও ইলিশের পর্যাপ্ততা থাকবে, প্রত্যাশা মৎস্য বণিক সমিতির।
আগামী অক্টোবর থেকে আবারো ২২ দিন বন্ধ থাকবে নদীর অভায়শ্রমে মা ইলিশ ধরা। নিষিদ্ধ থাকবে। শেষ সময়ে তাই ব্যস্ত জেলেরা।