দক্ষিণাঞ্চলে বইছে হালকা ও মাঝারি শৈত প্রবাহ

- আপডেট সময় : ১১:০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দক্ষিণাঞ্চলে বইছে হালকা ও মাঝারি শৈত প্রবাহ। ফলে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাস কষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। হঠাৎ ঠান্ডায় খুলনা নগরীতে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা; যাদের বেশিরভাগই শিশু। একারণে শয্যা খালী নেই খুলনা শিশু হাসপাতালে। রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খুলনা মহানগরীর শিশু হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। আবহাওয়া পরিবর্তনের শীতজনিত নানা রোগে আক্রান্তদের মধ্যে শিশুরাই বেশি। ২শ ৫০ শয্যার শিশু হাসপাতাল সেবা নিতে আসছে ৪ শ থেকে ৫ শত শিশু। স্থান সংকুলান না হওয়ায় ফ্লোরেও রেখে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের ৯০ ভাগই শীতজনিত রোগ ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বর সর্দি কাশিতে আক্রান্ত। আক্রান্ত শিশুদের নিয়ে মা ও স্বজনরা হাসপাতালে ভিড় করছেন।
হালকা ও মাঝারি শৈত প্রবাহের কারনে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালের সেবিকারা।
খুলনা শিশু হাসপাতালে শয্যা ২৫০টি হলেও প্রতিদিন ৪শ থেকে ৫শ রোগী ভর্তি হতে আসছে। বর্হি: বিভাগের অনেকের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
শীতের এই সময়ে রোগ বালাই থেকে মুক্ত থাকতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।