দখলমুক্ত হলেও পরিকল্পনার অভাবে অবহেলায় পড়ে আছে প্রমথ চৌধুরীর ভিটা

- আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর পাবনার পৈত্রিক ভিটা দখলমুক্ত হলেও, পরিকল্পনার অভাবে অবহেলায় পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে আবারও বেদখলের আশংকা করছে স্থানীয়রা। অর্থাভাবে তালাবদ্ধ অবস্থায় মাসের পর মাস পড়ে আছে লাইব্রেরিটি।
বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক প্রমথ চৌধুরীর পূর্বপুরুষ বাংলাদেশের মানুষ। তাঁর বাবা দুর্গাদাস ছিলেন পাবনার চাটমোহর উপজেলার হরিপুরের জমিদার। তাদের বসতভিটা, পারিবারিক মন্দির, বিশাল পুকুর ও জমি কালক্রমে বেদখল হয়ে যায়।
প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষন পরিষদের আন্দোলনের ফলে ২০১৭ সালে বাড়িটি দখলমুক্ত করে জেলা প্রশাসন। তবে রক্ষনাবেক্ষনের অভাবে আবারও বেদখলের আশংকা করছে স্থানীয়রা। তাঁর স্মৃতি ধরে রাখার দাবি জানিয়েছে তারা।
পাঠাগারে পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষন পরিষদ।
বাড়িটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলতে প্রকল্প নেয়া হবে বলে জানান, উপজেলা চেয়ারম্যান।
বাংলা সাহিত্যের মহান পুরুষ প্রমথ চৌধুরীর নেতৃত্বে নতুন গদ্যধারা সূচিত হয়।