দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দীর্ঘ দেড় বছর পর দুপুর থেকে ভারতে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে করোনা ভাইরাস মহামারির কারণে গত বছরের ১৪ মার্চ দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ভারতে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া বাংলাদেশী যাত্রীদের ফিরিয়ে আনতে চলতি বছরের ১৭ মে সীমিত আকারে দর্শনা চেকপোস্টের কার্যক্রম শুরু করা হয়। শুরুতে মেডিকেল ও বানিজ্যিক ভিসাপ্রাপ্তরা এই রুট দিয়ে ভারতে যেতে পারছেন। তবে ৭২ ঘন্টা পূর্বে করোনা নেগেটিভ সনদপত্র সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।