দর্শনায় নিখোঁজের পর ভুট্টাক্ষেত থেকে দুইজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনায় নিখোঁজের পর ভুট্টাক্ষেত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে উপজেলার দর্শনা পৌরসভার পরানপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের শওকত আলী ও একই গ্রামের হাফিজুর রহমান হাফিজ। স্বজনরা জানায়, শওকত আলী বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি। গেল শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এদিকে, হাফিজুর রহমান রোববার দুপুরে ঘাস কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। স্থানীয়রা জানায়, সকালে ভুট্টাক্ষেতে কাজ করার সময় দুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। শওকত আলীর মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। আর হাফিজুর রহমানের মুখে ছিলো আঘাতের চিহ্ন। দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।