দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু জাতীয় পার্টির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া না-নেয়ার দোলাচলের মধ্যেই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। দুপুরে বনানীর চেয়ারম্যান কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় তিনি বলেন, নির্বাচনী কর্মযজ্ঞ এগিয়ে রাখতেই মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছে।ভোটের আগে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না হলে সরে দাড়ানোর ইঙ্গিতও দেন চুন্নু। আর মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান প্রার্থীরা।
নির্বাচনীকালিন সরকারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন-ইসি। আওয়ামী লীগসহ সমমনা অল্প কয়েকটি দল নির্বাচনের প্রস্তুতির পথে হাটলেও, কিছুটা নীবর ছিল জাতীয় পার্টি। সবশেষ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবারে মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত নেয় দলটি। এখবরে সরগরম বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ের অফিস। নেতাকর্মীদের উচ্ছাস আর শ্লোগানে মুখর গোটা এলাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অংশ না নিলেও দলীয় মনোনয়ন বিক্রির উদ্বোধন করেন মহাসচিব মজিবুল হক চুন্নু। প্রথম কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ফরম তুলে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এ সময়ে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার পাশাপাশী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন পার্টির চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদেরও।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই, জাতীয় পার্টি একটি নির্বাচনমূখী দল। ভোটের পরিবেশ নিয়ে প্রতিক্রিয়া জানান আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান। সুষ্ঠু ভোট হলে জয়ের বিষয়ে আশাবাদী মনোনয়ন সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে ২৩ নভেম্বর পর্যন্ত ।আর, প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হবে ২৪ নভেম্বর।