দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন নেয়ায় ৯ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন নেয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৯ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের প্রস্তুতি নেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতারা জরুরী সভা করে নেতাদের বহিস্কারের সিদ্ধান্ত দেন। স্থানীয় নেতারা জানান, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে এবং স্থানীয় নেতাদের সিদ্ধান্তের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৭ ধারার ক ও ঠ উপধারা মোতাবেক দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করা হয়েছে।