দলের নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দলের নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নাটোর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
সকাল সাড়ে ৯ টার দিকে শহরের তেবাড়িয়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্টেশন বাজার ঘুরে আবার আগের জায়গায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ পৌর ও থানা ছাত্রদলের দলের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তারা বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে অভিযোগ করেন, সরকার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান নাটোরের যুবদলে নেতাকর্মীরা।