দলের সিদ্ধান্ত অগ্রাহ্যকারীরা কখনো আর আওয়ামীলীগের সদস্য পদ পাবে না: নানক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দলের সিদ্ধান্ত অগ্রাহ্যকারীরা কখনো আর আওয়ামীলীগের সদস্য পদ পাবে না জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্রোহী প্রার্থীর বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তবে দল যাকে মনোনিত করবেন তার পক্ষেই কাজ করতে হবে।