দশ বছর পার হলেও রংপুর সিটি কর্পোরেশনে লাগেনি উন্নয়নের ছোঁয়া
- আপডেট সময় : ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
১০ বছর পার হলেও রংপুর সিটি কর্পোরেশনের অনেক ওয়ার্ডে লাগেনি উন্নয়নের ছোঁয়া। নগরীর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পানি থই থই করে। বেহাল দশা রাস্তা-ঘাটের। এই নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনে ভোট চেয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
রংপুর সিটি কর্পোরেশনের ১০ বছর হলেও নাগরিক সুবিধা বঞ্চিত অনেক ওয়ার্ডের ভোটাররা। রনচন্ডি, হাজির হাট, বারোঘরিসহ কয়েকটি এলাকায় নিয়ে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড। এই তিন ওয়ার্ড সিটি কর্পোরেশনের আওতায় থাকলেও এখনো রয়ে গেছে ইউনিয়নের মত। ড্রেনেজ ব্যবস্থায় নেয়া হয়নি কোন পদক্ষেপ। ফলে দীর্ঘদিন চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসী।
নির্বাচন ঘিরে প্রতিবারের মত এবারও ব্যাপক উন্নয়নের আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা।
রংপুর সিটির বর্ধিত ওয়ার্ডগুলোতে উন্নয়নের কাজ শেষ না হওয়ায় সুফল চোখে পড়ছে না, বলে দাবি মেয়রের।
ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়েও কোন কাজ করেন না তারা। নগরসেবা নিশ্চিতের দাবি সচেতন নাগরিক সমাজের। রংপুর সিটি কর্পোরেশনের ১,২ও ৩ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪১ হাজার ৫’শ। ভোট হবে ইভিএমে। ২৭ ডিসেম্বর নির্বাচনে মেয়র ছাড়াও প্রতি ওয়ার্ডে ১ জন কাউন্সিলর ও ৩ ওয়ার্ড মিলে একজন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচন করবেন নগরবাসী।