দশ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছেন ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নওরোজ উপলক্ষে ১০ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছেন ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যাদের মধ্যে অনেক রাজনৈতিক বন্দিও ছিল।
বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। ইসলামী প্রজাতন্ত্রটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন, যাদের ক্ষমা করে দেয়া হয়েছে, তাদের আর কারাগারে ফিরতে হবে না। ছেড়ে দেয়াদের মধ্যে অর্ধেকই নিরাপত্তাসংশ্লিষ্ট বন্দি। করোনাভাইরাস মহামারী রুখতে জোরালো চেষ্টার অংশ হিসেবে তাদের মুক্তি দেয়া হয়। এদিকে, ইরানের বিরুদ্ধে আবারো নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশটির তিনটি প্রতিষ্ঠানকে কালো তালিকা ভুক্তির ঘোষণা দেন ।