দশ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
- আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতাবিরোধী হিসেবে যারা পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছেন এমন দশ হাজার ৭৮৯ রাকাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় তিনি বলেন, জনগণকে দেয়া অঙ্গীকার পূরণে রাজাকারের এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকার সময় অনেক রাজাকার আলবদরের রেকর্ড সরিয়ে ফেলেছে বলেও জানান আ ক ম মোজাম্মেল হক।
ঘোষণা অনুযায়ী মহান বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে রাজাকারদের তালিকা প্রকাশ করতে এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তালিকা প্রকাশের শুরুতেই জনগণকে দেয়া অঙ্গীকার হিসেবে একাত্তরের বিশ্বাসঘাতকদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় অনেক রাজাকার-আলবদরের রেকর্ড সরিয়ে ফেলা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী ২৬ মার্চ দ্বিতীয় দফা রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।