দাম সমন্বয়ে সারাদেশে খোলা বাজারে চাল বিক্রি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আজ থেকে চাল ও আটা খোলা বাজারে বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার এই কার্যক্রম চালু করেছে।
ওএমএসের আওতায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডধারীরাও অগ্রাধিকার ভিত্তিতে চাল কিনতে পারবে।
একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে।
চাঁদপুরে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় করে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
সঙ্গে ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।
ডিজিটাল ডাটাবেজের আওতায় চাঁদপুরে ৫৩ হাজার ২শ’ ৭৭ তালিকাভুক্ত পরিবার এই সুবিধা পাবে।
১৫ টাকা কেজি দরে প্রত্যেক উপকারভোগী পরিবারকে মাসিক ৩০ কেজি হারে চাল প্রদান করা হয়।