দিন-রাত গণসংযোগে ব্যস্ত ময়মনসিংহ সিটি নির্বাচনের মেয়র
- আপডেট সময় : ১০:৪৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
দিন-রাত গণসংযোগে ব্যস্ত ময়মনসিংহ সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোট পেতে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। একই চিত্র কুমিল্লা সিটি নির্বাচনে। প্রচার-প্রচারণায় জমে উঠেছে পটুয়াখালী পৌরনির্বাচনও।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা। সকালে ময়মনসিংহর ডিবি রোড এলাকা থেকে গণসংযোগ শুরু করেন মেয়র প্রার্থী সাদেকুল হক খান মিল্কী। উন্নয়ন কাজে নানা অসঙ্গতির কথা তুলে ধরেন। জানান, মেয়র নির্বাচিত হলে নগরীর সার্বিক উন্নয়ন করার কথা জানান প্রার্থীরা।
ময়মনসিংহ সিটির ৩৩টি ওয়ার্ডে ৯ মার্চের নির্বাচনে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও।
কুমিল্লা সিটি করপোরেশনের ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীদের প্রচারনা ব্যস্ততা ততই বাড়ছে। প্রতীক পাবার পর ৬ষ্ঠ দিনেও চারজন প্রার্থী প্রচারণা ও উঠান বৈঠক করছেন নগরীর বিভিন্ন এলাকায়।
নিজাম উদ্দিন কায়সার প্রচারণা চালান নগরীর ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায়। হাতি প্রতিকের নুর উর রহমান মাহমুদ তানিম প্রচারণা চালান নগরীর ছাতিপট্রি, রাজগঞ্জ এলাকা থেকে।
নগরীর ২ লাখ ৪২ হাজার ভোটার এবারও ইভিএম পদ্ধতিতে নিজেদের প্রার্থীকে নির্বাচিত করবেন।