দিনাজপুরে কয়েকদিন ধরে আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম
- আপডেট সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে কয়েকদিন ধরে আবারো বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এরই মধ্যে কেজিপ্রতি দাম বেড়েছে ১৫ টাকা।পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট না থাকায় গেল এক মাসেরও বেশি সময় ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সমিতির নেতা মোবারক হোসেন জানান, অনুমতি শেষ হয়ে যাওয়ায় গেল ২৯ এপ্রিল থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এর পরই বন্দরের আমদানিকারকরা আমদানির অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছে। অনুমতি পেলেই আগামী সপ্তাহ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। আর তা শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের ঊর্ধ্বমুখী মূল্য কমে আসবে বলে জানান তিনি। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, কয়েক দিন বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে আগামী সপ্তাহ থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে।