দিনাজপুরে চামড়া সংরক্ষণ প্রক্রিয়া শেষ
- আপডেট সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে চামড়া সংরক্ষণ প্রক্রিয়া শেষ। জেলা শহরের রামনগর এলাকার চামড়া পল্লীতে লবনজাত করে রাখা হয়েছে সারি সারি চামড়ার ঢিবি। তবে করোনার প্রভাব ও পূজি সংকটে লক্ষ্যমাত্রার অর্ধেক চামড়া সংরক্ষণ করতে পারেনি এখানকার ব্যবসায়ীরা। নষ্ট হয়েছে বেশ কিছু ছাগলের চামড়া। পচে যাওয়া চামড়া অপসারণের কাজ করছে পৌরসভা।
দিনাজপুরে চামড়া সংরক্ষণ প্রক্রিয়া শেষের দিকে। লবন দান প্রক্রিয়া শেষে থরে থরে সাজানো হয়েছে চামড়ার ঢিবি। দিনাজপুর চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা জানান, চলমান মহামারী করোনার প্রভাব ও পূজি সংকটের কারণে তারা লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছেন।
জেলার বিভিন্ন এলাকা থেকে যে পরিমাণ চামড়া শহরের চামড়াপট্টিতে আসার কথা তার চেয়ে পরিমাণ কম চামড়া এসেছে এখানে।
এদিকে পচে যাওয়ার সহজ চামড়া সরাতে কাজ করছে পৌরসভার কর্মীরা। তারা বলছেন আজকের মধ্যেই রাস্তায় পড়ে থাকা চামড়া সরিয়ে ফেলবেন ।
শহরের রামনগরস্থ জেলা চামড়া ব্যবসায়ী সমিতের এই নেতা জানালেন, লক্ষ্যমাত্রার অর্ধেকও চামড়া সংরক্ষণ করতে পারেনি তারা। কারন হিসাবে করোনা পরিস্থিতি ও ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়াকেই দূষলেন তারা।
সট- আনোয়ার হোসেন, সদস্য, জেলা চামড়া ব্যবসায়ী সমিতি।
দিনাজপুরে এবার দেড় লক্ষাধীক পশু কোরবানি দেওয়ার লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ শতাংশ কম কোরবানী কম হয়েছে বলে বলছে সংশ্লিষ্টরা।