দিনাজপুরে পেঁয়াজের পাশাপাশি এবার বাড়তে শুরু করেছে চালের দাম
- আপডেট সময় : ০১:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে পেঁয়াজের পাশাপাশি এবার বাড়তে শুরু করেছে চালের দাম। মাত্র দুই দিনে বস্তা প্রতি দাম বেড়েছে ১০০ থেকে ২৫০ টাকা। সেই সাথে বাজার থেকে মোটা চাল হয়েছে উধাও। এতে, বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। আড়ৎদাররা বলছে, চালের দাম বাড়িয়েছে মিল মালিকরা। আর, মিলাররা বলছে সব কারসাজি আড়ৎদারদের। চালের বাজার নিয়ন্ত্রনে আমদানি শুল্ক কমানোসহ ওএমএস চালুর কথা বলছে সংশ্লিষ্টরা।
গেল দুই দিন ধরে দিনাজপুরে বাড়তে শুরু করেছে চালের দাম। খুচরা বাজারে প্রতি কেজিতে দাম বেড়েছে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত। মোটা চাল বাজারে না পাওয়ায় বেশি দামে চিকন চাল কিনতে বাধ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষ।বিপাকে পড়েছে ক্রেতা-বিক্রেতা উভয়েই।
আড়ৎদাররা বলছে, ধানের দাম বাড়ার কথা বলে প্রতি বস্তা চাল ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে মিল মালিকরা। তাই, বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে তাদের। চালের অস্বাভাবিক দাম বাড়ার পেছেনে আড়ৎদারদের কারসাজিকে দায়ি করছে মিল মালিকরা। অস্থির চালের বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের কঠোর নজরদারির কোনো বিকল্প নেই বলে মনে করে, জেলার সচেতন মহল।