দিনাজপুরে হঠাৎ করেই বাড়ছে ডায়রিয়ার প্রকোপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে হঠাৎ করেই বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। গেল এক সপ্তাহে জেলার বিভিন্ন হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা নিয়েছে দেড় হাজারেরও বেশি রোগী। তবে শয্যা সংকটে ব্যাহত হচ্ছে যথাযথ চিকিৎসা। চিকিৎসকরা বলছে, শিশুদের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্করা।
দিনাজপুরে আশংকাজনকহারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে দেড় হাজারেরও বেশি রোগী। হাসপাতালে শয্যা সঙ্কটে, অনেকই চিকিৎসা নিচ্ছে মেঝেতে থেকে। বেড না পেয়ে আবার ফিরে যাচ্ছে কেউ কেউ।
রোগী সামলাতে হিমশিম খাচ্ছে সেবিকারা। তবে, সব ধরনের ওষুধ হাসপাতাল থেকেই সরবরাহ করা হচ্ছে বলে জানান তারা।চিকিৎসকরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করে যাচ্ছেন তারা।জরুরিভিত্তিতে হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।