দিনাজপুরের পাবর্তীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকাসহ দিনাজপুরের পাবর্তীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে আটক করেছে দুদক।
বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পযর্ন্ত পিআইও অফিস ও বাসায় অভিযান চালিয়ে টাকাসহ তাকে আটক করা হয়।দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান,প্রথমে পিআইও এর অফিস ও পরে বাসায় তল্লাশি চালানো হয়।সেখান থেকে চারটি ট্রাভেল ব্যাগের মধ্যে থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। পরে পাবর্তীপুর অগ্রণী ব্যাংক থেকে টাকা গণনার যন্ত্র নিয়ে এসে দুই স্থান থেকে জব্দ করা টাকাগুলো গণনা করে ১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকাসহ পিআইও তাজুলকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান দুদকের উপ-পরিচালক।