দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ সময় তার স্ত্রী ও ছেলে আহত হন।
নিহত রবিউল ইসলাম বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা। গতরাত ৯টার দিকে বীরগঞ্জ উপজেলার হাবলুহাট এলাকায় প্রাণ কোম্পানির অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম- তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে চৌপুকুরিয়া থেকে বীরগঞ্জ শহরে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এসময় স্থানীয়রা আহতবস্থায় স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।