দিনাজপুরের ১৩টি উপজেলায় বোরো ধান রোপণ শুরু
- আপডেট সময় : ১০:৫০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩টি উপজেলায় শুরু হয়েছে বোরো ধান রোপণ। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর পৌনে দুই লক্ষ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হবে। তবে বীজতলা প্রস্তুতের পর প্রচন্ড শীত আর ঘন কুয়াশায় হলুদ বর্ণ ধারণ করে মরে গেছে অনেক চারা। এজন্য বোরো চারা ও বীজ সংকটে ভুগছেন দিনাজপুরের চাষীরা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, শীতের বৈরী আবহাওয়ার এই ক্ষতি কাটানো গেলে বাম্পার ফলনের আশা করছেন তারা।
এবারের শীত মৌসুমে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বেশ কয়েকবার। এমন হাড়কাঁপানো শীত ও কুয়াশায় একদিকে মানুষ যেমন হয়েছে কাহিল, অন্যদিকে শীতের বৈরিতার প্রত্যক্ষ উদাহরণ এই বিবর্ণ বোরো বীজতলা গুলো। হলুদ হয়ে মরে যাওয়ার অবস্থায় বীজতলা গুলো। একই অবস্থা জেলার ১৩টি উপজেলার বোরো বীজতলার। এমন বাস্তবতায় এসব চারা দিয়েই চলছে ১৩ উপজেলায় বোরো রোপণ। নতুন বীজতলা তৈরিতে বীজ সংকট ছাড়াও রয়েছে শ্রমিকের মজুরি বৃদ্ধি ও শ্রমিক সংকট এবং সার-ডিজেলের দাম বৃদ্ধি। ফলে বৃদ্ধি পাচ্ছে উৎপাদন খরচ, লোকসানে পড়ছেন কৃষকরা।
কুয়াশার বৈরী আবহাওয়া ধানের জন্য এক বড় বিপর্যয়। এমন বিপর্যয় কাটাতে সরকারের সহযোগিতা চান অনেক কৃষক। এদিকে কৃষকদের অভিযোগ অস্বীকার না করলেও খুব একটা আমলে না নিয়ে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এবারের বোরো মৌসুমে সার ও ডিজেল সরবরাহ চ্যানেলে কোন ঘাটতি নেই। ফলে বাম্পার উৎপাদনের সম্ভাবনার কথা জানান তিনি। জেলার ১৩টি উপজেলায় এবার প্রায় ১১ লাখ টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।