দিনাজপুরের ১৩টি উপজেলায় মুকুলে মুকুলে চেয়ে গেছে লিচু গাছ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩টি উপজেলায় মুকুলে মুকুলে চেয়ে গেছে লিচু গাছ। কৃষক ও কৃষি বিভাগ বলছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় গেলবারের চেয়ে দ্বিগুণ ফলনের আশা করা যাচ্ছে।
জেলার প্রতিটি উপজেলায় লিচু গাছ গুলো ভরে গেছে মুকুলে মুকুলে। গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষক ও ব্যবসায়ীরা। এবার শতভাগ গাছে লিচুর মুকুল এসেছে তাই স্বস্তির হাসি কৃষকের চোখে মুখে।
লিচু ব্যবসায়ীরা বলছেন, গেল বছর তারা বেশ ক্ষতির মুখে পড়েছেন । এবার গাছে প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার দ্বিগুণ লাভের আশা করছেন তারা।
এদিকে কৃষি বিভাগ বলছে জেলায় এবার ৬ হাজারেরও বেশী হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে। এখন থেকে নিয়মিত গাছের পরিচর্য চালিয়ে যেতে হবে। লিচুর বাম্পার ফলনের আশা এই কর্মকর্তার।
জেলায় মাদ্রাজী, বোম্বাই, বেদানা ও চায়না-৩ লিচুর চাষ বেশী হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।