দিনের শুরুতে রাজধানীর দুই হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেছে আরও ৪ জনের
- আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৭০০ বার পড়া হয়েছে
দিনের শুরুতে রাজধানীর দুই হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেছে আরও ৪ জনের। চলতি মাসের প্রথম দুই দিনেই এ নিয়ে প্রাণ গেলো ১৪ জনের।
সকালে মুগদা হাসপাতালে ২ জন ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে মারা যান আরও দুই জন।
২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১২ জন। সব মিলিয়ে ডিএনসিসি হাসপাতালে এখন ২৬২ রোগীর চিকিৎসা চলছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী এখন ৪৯৬; যাদের ৮৮ জন শিশু। গেল একদিনে নতুন ১৫১ রোগী ভর্তি হয়েছেন মুগদা হাসপাতালে। সরকারি অন্যান্য হাসপাতালগুলোতে গড়ে রোগী ভর্তি ৩শ’র উপর। মাসের প্রথম ২ দিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে প্রায় ৩ হাজার। গেল এক মাসে ৫০ হাজারের উপর ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। শুধু জুলাই মাসেই প্রাণ গেছে ২০৪ জনের। এ পরিস্থিতি অন্তত আরো দু’ মাস এমন থাকবে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা।